স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর ৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হাসান রাসেল গাজী দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ কবির গাজী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শামীম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাকির হোসেন রনি, যুগ্ম আহবায়ক শাহীন আরাফাত, তাজুল ইসলাম শান্ত সহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।