চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি দু দিনের সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৭টায় নদী পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। চাঁদপুর এসে বেলা ১২টায় রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর পর্যায়ক্রমে ১২টা ৪৫ মিনিটে রাজরাজেশ্বর ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ, বিকেল ৩টায় বালিয়া ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান, বিকেল সাড়ে ৪টায় চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত ৮টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ বাসভবনে দলীয় নেতা-কর্মী ও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করবেন। পরদিন ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যোগদান করবেন। বেলা ১২টায় নদী পথে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।