শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অর্থোপেডিক চিকিৎসক সফিকুর রহমান টিপুর বিরুদ্ধে ভুয়া অপারেশনের মাধ্যমে অভিনব পন্থায় এক অসহায় রুগীর কাছ থেকে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে পশ্চিম জাফরাবাদ এলকারা মমিন আখন্দ নামের রুগী চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। (জিডি নং ৫৬৭, তাং ১১/১১/২০১৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের পশ্চিম জাফরাবাদ এলাকার কাশেম খন্দকারের পুত্র মমিন খন্দকার. গত ১৪ সেপ্টেম্বর বহরিয়া চিডু খাঁর পুলের কাছে অটোরিস্কা থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে সিএনজি স্কুটার এসে আঘাত করলে তার হাটুর নিচের অংশের হাড় ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতলে ভর্তি থাকা অবস্থায় অর্থোপেডিক চিকিৎসক সফিকুর রহমান টিপু তাকে অপারেশন করানোর পরামর্শ দেয় এবং এতে ৫৫ হাজার টাকা লাগবে বলে জানায়। পরে রুগীর পরিবারের সম্মতি পেলে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টায় শহরের ষ্ট্রেডিয়াম রোডে আল-বারাকা হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখানে সারাদিন বিভিন্ন ধরণের তালবাহানা করে ৩৫ হাজার টাকা হাতে পেয়ে রাত ৯টায় অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করিয়ে অপারেশন করে। জ্ঞান ফিরলে মমিন অনুভব করে যে চিকিৎসক আঘত প্রাপ্তস্থানের বদলে অন্য স্থানে অপারেশন করেছে। পরে তার পরিবারের লোকজনের সহযোগিতায় আবারো ডাঃ সফিকুর রহমান টিপুর যোগাযোগ করে। এতে ডাঃ টিপুর তাদের কাছে বাকি ৫৫হাজার টাকার বাকি টাকা দাবি করে এবং অপারেশন সফল করবে বলে জানায়। এরপর ১৫ হাজার টাকার বিনিময়ে আবারো তাকে অপারেশন থ্রিয়েটারে নিয়ে গিয়ে ক্ষতস্থানে ড্রেসিং করিয়ে অপারেশন থিয়েটার থেকে বের করে আনে।
মমিন খন্দকার অভিযোগ পত্রে আরো উল্লেখ্য করেন, ডা. সফিকুর রহমান টিপুর ভুল চিকিৎসার ফলে বর্তমানে সে পঙ্গুত্য বরণ করার পথে। বর্তমানে সে অর্থোপেডিক চিকিৎসক ডাঃ মিলন সরকারের কাছে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসক সফিকুর রহমান টিপুর বিরুদ্ধে তিনি প্রশাসনের প্রতি আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান।
একটি সূত্র জানায়,সদর হাসপাতালের ডাঃ সফিকুর রহমান টিপু রুগীদের সাথে খারাপ আচরন করে এর পূর্বে বেশ কয়েকজনকে হাসপাতালে মারধর করেছে। চাঁদপুরে সকল পত্রিকায় তার বিরুরেুদ্ধে কয়েকবার সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু সে চাঁদপুরের বেশ কয়েকজন রাজনৈতিক দলের নামধারি নেতার ছত্রছায়ায় থেকে এভাবে হাসপাতালে এই অপকর্ম করছে।
এই ঘটনায় অভিযুক্ত ডাঃ সফিকুর রহমান টিপুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ব্যাক্তিগত কাজে ব্যাস্ত রয়েছি। এই বলে সংযোগটি কেটে দিয়ে আর ফোনটি ধরেননি।
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।