চাঁদপুর সংবাদদাতা :হঠাৎ করে মৈশাদীতে ডাকাতিয়ার ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। একদিনের ভাঙ্গনে ১৪টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ভাঙ্গনের মুখে রয়েছে বেশ ক’টি পুরানো বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।
বুধবার ভোর ৫টায় মৈশাদী গ্রামের ‘বড় বাড়ি’ নামে একটি বাড়ির প্রায় ৪শ’ ফুট এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। ভাঙ্গনের মুখে রাতের বেলা মানুষজন কোনো রকমভাবে কিছু কিছু ঘর-দরজা খুলে নিতে সক্ষম হলেও গাছপালা ও অন্যান্য স্থাপনা সরাতে পারেনি। ভাঙ্গনের শিকার প্রায় ১০টি পরিবার এখন অসহায়ভাবে দিনাতিপাত করছে। ভাঙ্গনের শিকার শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার রাত ১টার দিকে তাদের বাড়ির পূর্ব দিকে ডাকাতিয়ার ভাঙ্গন শুরু হয়। সকালের দিকে ভাঙ্গনের তীব্রতা ব্যাপক আকারে দেখা দেয়। রাতের বেলা তড়িঘড়ি করে ঘর-দরজা না সরালে সবই নদী গর্ভে চলে যেতো। ইতিপূর্বে ওই এলাকার পাটোয়ারী বাড়ি, খান বাড়ি, গাজী বাড়িসহ বেশ ক’টি বাড়ি নদী গর্ভে নিশ্চিহ্ন হয়ে গেছে। বর্তমানে ওই এলাকায় যেভাবে ভাঙ্গন এবং বিশালাকার ফাটল দেখা দিয়েছে তাতে মৈশাদীর বহু পুরানো ঐতিহ্যবাহী বেশ ক’টি বাড়ি, হাই স্কুল, প্রাইমারী স্কুল, মৈশাদী রেল স্টেশনসহ বিভিন্ন স্থাপনা হুমকির সম্মুখীন হবে। তাই তড়িৎ গতিতে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ দিকে মৈশাদীতে ডাকাতিয়ার ভাঙ্গনের খবর শুনে তাৎক্ষণিক ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি ভাঙ্গন কবলিত মানুষের সাথে কথা বলেন ও সান্ত্বনা দেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাসকে ফোন করে জানালে নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ভাঙ্গনের ভয়াবহতা দেখে তাৎক্ষণিক প্রতিরোধ হিসেবে বেশ কিছু জিও টেক্সটাইল ব্যাগ দিয়ে এলাকাবাসীকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পরামর্শ প্রদান করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী ও নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস ভাঙ্গন প্রতিরোধে এলাকাবাসীকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন।
নির্বাহী প্রকৌশলী জানান, মৈশাদীর এ ভাঙ্গন প্রতিরোধে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রকল্পের মাধ্যমেই এর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের উচ্চ পর্যায়ে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নিতে যা যা করণীয় তা করবেন বলে সকলকে আশ্বসত্ম করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়া, ইত্তেফাক ও বিটিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম পাটওয়ারী, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খান, জালাল উদ্দিন পাটোয়ারী ঝন্টু, আওয়ামী লীগ নেতা বোরহান খান, জাপা নেতা মোঃ শোয়েব খান পলাশ, ইউপি সদস্য ইউনুছ বেপারী, বজলুল গণি জিলন, মোশারেফ হোসেন বেপারী প্রমুখ।