শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজার যাত্রীবাহী ট্রালার থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে নৌ-পুলিশ।শনিবার বিকেল ৪ টায় ডাকাতিয়া নদীর পুরানবাজার ভূইয়ার ঘাটে নৌ-পুলিশের ইনচার্য এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফার্স নিয়ে যাত্রীবাহী ট্রালারে অভিযান চালিয়ে দুটি বস্তায় মোড়ানো অবস্থায় কারেন্ট জালগুলো জব্দ করে।
রবিবার দুপুরে জব্দকৃত জালগুলো নির্বাহী ম্যাজিস্টেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে। জানা যায়,পুরানবারের জাল ব্যাবসায়ীরা তাদের গোডাউনের ভিতর কারেন্ট জাল মজুত রেখে জেলেদের কাছে বিক্রী করে। বেশ কয়েকবার পুলিশ কোস্টগার্ড নির্বাহী ম্যাজিস্টেট সাথে নিয়ে দোকানগুলোতে অভিযান চালানোর পরও তারা জাল বিক্রী বন্ধ করেনি। জেলেরা জাল কিনতে আসলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নয়া কৌশলে গোডাউন থেকে জাল এনে বিক্রী করে। তেমনি শনিবার জেলেরা পুরানবাজার থেকে জাল কিনে আজিজুল শিকদারের ট্রলার নিয়ে চরে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নৌ পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের মালিক পলিয়ে যায়। নৌ-পুলিশের ইনচার্য এসআই শহিদুল ইসলাম জানায়, প্রতিদিন পুরানবাজার থেকে যাত্রীবাহী ট্রালার যোগে কারেন্ট জাল বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যে মডেল থানা পুলিশকে নিয়ে পুরানবাজারে জালের দোকানে অভিজান চালানো হবে। গোপন সংবাদের ভিত্তেতে খবর পেয়ে যাত্রীবাহী ট্রালার থেকে দুটি বস্তায় মোড়ানো অবস্থায় কারেন্ট জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য প্রায় ২৫ হাজার টাকা। জালগুলো পরে রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্টেট এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।