চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার ডাকাতিয়া নদীতে গোসল করতে এক এক কিশোর পানিতে ডুবে মারা গিয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে।
জানা যায়, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার পুরিন্দা গ্রামের মোহাম্মদ নুরুজ্জামানের ছেলে রাকিবুল হাসান (১৬) তার পিতার সাথে চাঁদপুরে কাপড় বিক্রির জন্য এসে কয়েকদিন ধরে বেগম মসজিদ এলাকায় অবস্থান নেয়। ঘটনার দিন সকাল ৮টায় অন্যন্য দিনের মতো রাকিবুল হাসান নতুনবাজার এলাকার কোম্পানির ঘাট দিয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে আসে। এসময় রাকিবুল হাসান পানিতে নামলে মৃগী রোখে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় রাকিব ফিরে না আসায় পিতা নুরুজ্জামানের কাছে সন্দেহ হয়। ছেলে ফিরে না আসায় পিতা তাকে খুঁজতে কোম্পানির ঘাটে যায়। সেখানে গিয়ে রাকিবুল হাসানের কাপড়-চোপড় ঘাটলায় থাকলেও ছেলেকে দেখতে না পেয়ে নুরুজ্জামান চিৎকার চেঁচামেচি করতে থাকে।
এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তার ছেলেকে নদীতে খুঁজতে নামে। না পেয়ে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরিদ আহম্মদ মনিরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবোরি আব্দুল মতিনকে নদীতে নামিয়ে প্রায় ৩০ মিনিট খোঁজার পর মৃত অবস্থায় রাকিবুল হাসানকে উদ্ধার করে। পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে আনলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেয়। পরে হাসপাতাল থেকে রাকিবুল হাসানের লাশ তার পিতা নুরুজ্জামান নারায়নগঞ্জের আড়াইহাজার গ্রামের বাড়িতে নিয়ে যায়।
৩ভাই ৩ বোনের মধ্যে রাকিবুল ভাইদের মাঝে দ্বিতীয়।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।