প্রতিনিধি
চাঁদপুর শহরের ঢালীর ঘাট ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধারের ৯দিন পর পরিচয় পাওয়া গেছে। ঢাকা যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ট্রাকচালক আলাউদ্দিন বেপারী ও গৃহিণী রোকেয়া বেগমের একমাত্র কন্যা ফাতেমা আক্তার (১৫)-এর মৃতদেহ এটি। সে যাত্রাবাড়ি এলাকার একটি গার্লস স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়ন করতো। তারা ৪ ভাই ১ বোনের মধ্যে ফাতেমা ছিলো তৃতীয়। ফাতেমার মামার বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
ফাতেমার মামা আল-আমীন জানান, যাত্রাবাড়ি এলাকায় তার বোন-ভগ্নীপতি সবাই বসবাস করতো। চাঁদপুর শহরের ইচুলী ঘাট এলাকার ফাতেমার পিতার নিকটাত্মীয় সুমন বেপারী কোচিং শেষ করে বাসায় ফেরার পথে ফাতেমাকে জানুয়ারি মাসের শেষের দিকে অপহরণ করে। লঞ্চযোগে ফাতেমাকে চাঁদপুর নিয়ে আসার পথে তার ইজ্জত হনন করে সুমন বেপারী ও তার সঙ্গীরা। পরে তারা ফাতেমার মুখে এসিড নিক্ষেপ করে ঝ¦লসে রাতের আঁধারে লঞ্চ থেকে নদীতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেন। নিখোঁজের পর ফাতেমার পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাসায় খোঁজা-খুঁজি করে না পেয়ে যাত্রাবাড়ি থানায় সাধারণ ডায়েরি করে। ফাতেমাকে হত্যার পর সুমন বেপারী প্রায় সময় ফাতেমাদের বাসায় যাতায়াত করে ফাতেমার খোঁজ-খবর নেয়। আল-আমীন আরোও জানায়, ফাতেমাকে নির্যাতন ও হত্যা করে নদীতে ফেলে তাদের বাসায় গিয়ে ফাতেমার বিষয়ে জানতে চাইতো ঘাতক সুমন বেপারী। সেই থেকে সুমনের প্রতি ফাতেমার পরিবারের সন্দেহ হয়। পরে যাত্রাবাড়ি থানার এসআই আজহারুল ইসলাম যাত্রাবাড়ির মাউতাইল এলাকা থেকে সুমন বেপারী ও তার বন্ধু তুহিনকে গত ৫ দিন পূর্বে আটক করে। রিমান্ডে এনে আটক দু’জনকে জিজ্ঞাসা বাদ চলছে। রিমা-ের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার সুমন বেপারী ফাতেমা হত্যার কথা স্বীকার করেছে।
গতকাল মঙ্গলবার আল-আমীন চাঁদপুর মডেল থানায় এসে অজ্ঞাত তরুণীর গলিত লাশের ছবি ও পোশাক দেখে ফাতেমার মৃতদেহ সনাক্ত করেন। গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর মডেল থানার এসআই সাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢালীরঘাট ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার করে। পর দিন ২ ফেব্রুয়ারি ময়নাতদন্ত শেষে আঞ্জুমান খাদেমুল ইনসানের মাধ্যমে চাঁদপুর পৌর গোরস্থানে লাশটি দাফন করা হয়।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।