রিফাত কান্তি সেন
চাঁদপুর সরকারী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের পাশেই ঠাঁই দাড়িয়ে আছে একটি ময়লা-আবর্জনা ফেলার স্থান, ডাস্টবিন।ময়লা-আবর্জনার পঁচা দূর্গন্ধ ছড়িয়ে পরে বাতাসে।ফলে সৃষ্ট হয় বায়ূ দূষণ।এতে করে শিক্ষার্থীদের পাঠে মনযোগ নষ্ট হয়।তাছাড়া দূষিত বায়ূ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে নানা রোধব্যাধি সৃষ্টির ও আশংঙ্কা প্রকাশ করছে ভুক্তভূগী শিক্ষার্থীরা।
বিশেষ করে যখন ক্লাস চলে সে সময় ময়লা-আবর্জনার গাড়ি তা অপসারণের জন্য আসে,ঠিক তখন দূর্গন্ধে ঐ ডাস্টবিনের চারপাশ দূষিত হয়ে পরে।
এ নিয়ে খুবই হতাশায় রয়েছে উক্ত কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা।
সমস্যাটি নিয়ে চাঁদপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শর্মিতা মিত্র তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট ও লিখেন।
সেখানে তিনি কতৃপক্ষের নিকট জানতে চান,” একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের পাশে ডাস্টবিন না থাকলেই নয় কি?অচিরেই ডাস্টবিনটি উক্ত ভবনের পাশ থেকে সড়িয়ে অন্যথায় স্থাপনের জন্য কতৃপক্ষকে অনুরোধ জানান।”
শিক্ষা গ্রহনের জন্য প্রথমেই প্রয়োজন একটি ভাল পরিবেশের।আর সেই ভাল পরিবেশ থেকেই বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। মনরোম পরিবেশে পাঠ দানে শিক্ষকরা ও বিপাকে পড়েছেন।
এ প্রতিবেদকের সাথে কথা হয় চাঁদপুর মহিলা কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী শর্মিতা মিত্রের সাথে।তিনি বলেন,”আমাদের ক্লাস করার সময় খুবই একটা অশান্তিতে পরতে হয়।দূর্গন্ধে চারদিক ভারি হয়ে আসে।
দম-মুখ বন্ধ হয়ে যায়।অচিরেই কতৃপক্ষকে অনুরোধ জানাবো বিষয়টির দিকে সুদৃষ্টি দিতে। “তিনি আরো বলেন,”শিক্ষার জন্য চাই সুন্দর পরিবেশ।ময়লা-আবর্জনার দূর্গন্ধ আমাদের সে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। অচিরেই এই ভোগান্তী থেকে আমারা মুক্তি চাই।
আমরা ও কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।