চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডে
শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর-৩ আসনের অওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু যেখানেই গণসংযোগ করছেন সেখানেই যেনো অসংখ্য নেতাকর্মী ও নারী-পুরুষের ঢল নামছে।
বুধবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুর শহরের পৌরসভার ১০নং ওয়ার্ডে নিউ ট্রাকরোড বড়তলা আওয়ামীলীগ নেতা আনোয়ার গাজির বাসভবনের সামনে উঠোন বৈঠকে তার ব্যাতিক্রম হয়নি। এদিন তিনি সকাল ১০ টা থেকে শুরু করে রাত পর্যন্ত শহরে বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও ক’টি উঠান বৈঠকে অংশ নেন। তার সবগুলো উঠোন বৈঠক ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও নারী-পুরুষের সমাগম ঘটে।
ডা. দীপু মনি বলেন, ‘আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন। তাই আমি এমপি হয়েছিলাম। সে কারণেই শেখ হাসিনা আমাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছিলেন।’
‘আমি আপনাদের কাছে ভোট চাওয়ার হকদার। কারণ আমি এ দশটি বছর আপনাদের জীবনমান উন্নয়নে কাজ করেছি। বিএনপি’র লোক এসে ভোট চাইবে কিন্তু আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে ভোট দেবেন। শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে আবার নৌকায় ভোট দিন। শেখ হাসিনার সরকার বার বার দরকার। আমি আপনাদের কাছে আবারও কাজ করবার সুযোগ চাই।
উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় শতভাগ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ১৫৯টি সেতু কালভাট তৈরি করা হয়েছে।নাসিং ইনিস্টিউট,কোস্টগার্ড স্টেশন,পাসপোর্ট অফিস, মেডিক্যাল কলেজ, কমিউনিটি ক্লিনিক, ৩০টি আশ্রয়ন প্রকল্পে ৩,৭৫০ গৃহহারা পরিবারকে ঘর দেয়া হয়েছে। আমাদের প্রধান সমস্যা ছিল নদীভাঙ্গান। আমি চাঁদপুর-হাইমচরবাসীকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষায় ৬শ’ কোটি টাকা ব্যয়ে ১৯ কি.মি.নদীরপাড় স্থায়ীভাবে বাঁধ দেয়ার ব্যবস্থা করেছি। ৩ শ’ কোটি টাকা ব্যয়ে ১১৫ বছরের পুরোনো লাকসাম চাঁদপুর রেলপথকে নতুন করে তৈরি করা হয়েছে।’
তিনি আরো বলেন , ‘আমার নির্বাচনি এলাকায় ৩২৪ স্কুল, ৫৩ কলেজ, ২২৭ কি.মি. নতুর রাস্তা নির্মাণ করা হয়েছে। ৩৮ নতুন কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। যাতে সাধারণ মানুষ হাতের কাছেই তাদের স্বাস্থ্য সেবা নিতে পারে। আমি নির্বাচনের আগে যে সকল কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি করেছি। ইনশাল্লাহ আগামি দিনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখবো।’
উঠোন বৈঠকে জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য আবিদা সুলতানা(হৃদন) এর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী জেলাস্বচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক জাফর ইকবাল মুন্না, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেদওয়ান,ছাত্রলীগের সাবেক নেতা ইলিয়াছ খাঁন নিজেল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা বেগম সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এর অংগসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।