ফয়সাল ফরাজী
বাংলাদেশ থেকে যেকোনো দেশে যেতে প্রধান যে মাধ্যম তা হচ্ছে পাসপোর্ট। একটি পাসপোর্ট দেশের পরিচিতি ব্যবহৃত ব্যক্তির পরিচয় তুলে ধরে। এ পাসপোর্টের মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে ব্যবহারকারিকে সনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাসপোর্ট ব্যতিত বাংলাদেশের বাইরে যাওয়া অসম্ভব। আমাদের দেশের অধিকাংশ লোক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্যে কিংবা ব্যবসায়িক কাজে আবার ভ্রমনেও বিদেশে পাড়ি জমায়। বিদেশের মাটিতে পা ফেলার জন্য বাংলাদশে থেকে তাদেরকে পাসপোর্ট সংগ্রহ করতে হয়।
বর্তমান সরকার বাংলাদেশের পরিচিতি এবং বাংলাদশেকে সর্বস্তরে জানান দেয়ার লক্ষে পাসপোর্টকে আধুনিকায়ন করেছে। প্রথম ধাপে এ পাসপোর্টটি ছিলো হস্ত লিখিত। ধাপে ধাপে এর পরিবর্তন হয়ে ডিজিটাল পাসপোর্টে পরিনত হয়। যেটিতে ছবি এবং স্বাক্ষর ও আনুষঙ্গিক কম্পিউটারইজড করা হয়। এ ডিজিটাল পাসপোর্টকে আরো ডিজিটালে রূপ দেয় পাসপোর্টে দেশের ঐতিহ্যবাহি নিদর্শনের ছবি দিয়ে। অর্থাৎ পাসপোর্টের বিভিন্ন পাতায় দেশের ঐতিহ্যবাহী দৃশ্যগুলো ছবি জলছাপ দেয়া। আর এর ফলে বিভিন্ন দেশে ভোগান্তিতে পরতে হয় ব্যবহারকারীদের। বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কাতার, আরব আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশীরা ডিজিটাল পাসপোর্ট নিয়ে চরম বিপাকে আছে। এমনি ঘটনা ঘটেছে সৌদি আরবে।
সৌদি আরবে ডিজিটাল পাসপোর্ট নিয়ে দারুণ বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশীরা। এ মাসে সৌদি আরব বাংলাদেশ দূতাবাসে গেলে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সবার হাতেই পাসপোর্ট। এ ব্যাপারে এক প্রবাসীর কাছে জানা যায়, ডিজিটাল পাসপোর্ট নিয়ে তারা দারুণ বিপাকে আছে। বাংলাদেশ সরকার বিদেশে থাকাবস্থায় তাদেরকে ডিজিটাল পাসপোর্ট বানাতে বলেছে, তাই তারা পাসপোর্ট বানিয়েছে। তাতে তাদের কাল হয়েছে। তাদেরকে যে পাসপোর্ট দিচ্ছে এটাতে মূর্তির ন্যায় ছবি থাকাতে এখন সৌদি সরকার তা গ্রহণ করেছ না। তারা বলে, আমাদের কী হবে? আমরা অনেকেই আছি যারা দেশে যেতে চাই, এখন যেতে পারিছ না। এ পাসপোর্ট নিয়ে আমরা বিপাকে আছি। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে জরুরিভাবে উদ্যোগ নেয়ার জন্য সৌদি প্রবাসীরা আকুল আবেদন জানিয়েছেন এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।