
সিনিয়র করেসপন্ডেন্ট: চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মাধ্যমে তরুণ প্রজন্মকে বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের টিকে থাকার এক অবারিত সুযোগ করে দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মই বড় ভূমিকা রাখতে পারে। চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরকে অনেক ধন্যবাদ তারা তিনদিন ব্যপী এই প্রশিক্ষনের আয়োজন করেছে।
সোমবার (১৫ মার্চ) মুজিববর্যে আহবান যুবক কর্মসংস্থান, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর কতৃক পরিচালিত সামাজিক সচেতনতামুলক কর্মকান্ড বাস্তবায়নে স্বেচ্ছাসেবকমুলক কর্মকাণ্ডে যুবসমাজের করণীয় শীর্ষক তিনদিন ব্যপী প্রশিক্ষন কোর্স এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক আরো বলেন, তরুণদের শক্তি যাতে দ্রুত উৎপাদনশীল খাতে ধাবিত হয়, সেই লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কারিগরি শিক্ষার প্রতি অধিক নজর দিতে হবে। আশার কথা, দেশে উল্লেখযোগ্য সংখ্যক উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হচ্ছে। তরুণ প্রজন্মকে মানবসম্পদ হিসেবে কাজে লাগানোর জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে ক্ষেত্রে সরকারের পাশাপাশি অন্যনা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানে নানামুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে হবে। বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রেও দিতে হবে বিশেষ গুরুত্ব। সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারলে ভবিষ্যতে আমাদের তরুণরা বিশ্ব দাবিয়ে বেড়াবে। তার জন্য আগে নিজে তৈরি করতে হবে।
উপপরিচালক যুব অধিদপ্তর, চাঁদপুর নুর মোহাম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর
মোঃ রেজাউল হক প্রমূখ।
এসময় ত্রিশজন প্রশিক্ষনার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন
চাঁদপুরনিউজ/এমএমএ/