শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর ডিবি অফিসে মাদকের তথ্য সংগ্রহ করতে গেলে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল সাংবাদিকদের সাথে অশোভন আচরন করেছেন। গতকাল রোববার রাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চাঁদপুরের কয়েকজন সাংবাদিক ডিবি অফিসে মাদকের তথ্য সংগ্রহ গেলে এ ঘটনা ঘটে। জানা যায়, চেয়ারম্যানঘাট থেকে মাদক বিক্রেতা মোস্তফা কামালকে ইয়াবাসহ ও দক্ষিন রঘুনাথপুর থেকে সাড়ে ৬ কেজি গাজা সহ আনোয়ারা বেগমকে আটক করে ডিবি পুলিশ। এ খবর পেয়ে রবিবার রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক পুলিশ সুপার কার্যালয়ের নিচতলা ডিবি অফিসে যায়। এসময় ডিবির এসআই ইসমাঈল খন্দকার ও এএসআই আহসানুরজ্জামান লাবু ৪জন সাংবাদিককে ডিবি অফিসের কিছুক্ষন ভিতরে বসে থাকার জন্য অনুরোধ করেন। তারা বাহির থেকে এসে তথ্য দিবে বলে সাংবাদিকদের জানায়। এসময় ডিবি ওসি মোস্তফা কামাল সাংবাদিকদের অফিসে দাড়িয়ে দেখে তাদেরকে বের হয়ে যেতে বলে। সাংবাদিকরা মাদকের তথ্য জানতে চাইলে তিনি অশোভন আরচন করে পরে দিবে বলে রুদ্রকণ্ঠে যেতে বলে। এদিকে গত দুদিন পূর্বে চাঁদপুরের দৈনিক ইলশেপাড় পত্রিকার এক সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে তার সাথে অশোভন আচরন করেন এবং ব্যাগের ভিতর বোমা এনেছে বলার পর সে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে বের হয়ে যেতে বলে। সাংবাদিকদের সাথে অশোভন আচরন করায় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়। তারা প্রেসক্লাবের কর্তৃপক্ষ পুলিশ সুপারকে ঘটনাটি জানিয়েছেন।
এদিকে ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে দীর্ঘ এক বছর দায়িত্ব পালন করা অবস্থায় মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। তিনি তথ্য গোপন, স্বেচ্ছাচারিতা ও টাকার বিনিময়ে মামলা থেকে আসামীদের নাম বাদ দেয়া, আসামীদের ছেরে দেওয়ার ও সারাদিন অফিসে টিভি দেখে কাজে ফাঁকি দেওয়াসহ বিভিন্ন গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। ফরিদগঞ্জের কয়েকজন রাজনৈতিক দলের নেতা জানায়, ডিবির ওসি মোস্তফা কামাল ফরিদগঞ্জে ওসি তদন্তে হিসাবে থাকাকালীন সময়ে অনেক অপকর্মের সাথে জড়িত ছিল। সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় ও মামলা জড়িয়ে হয়রানির করেছে। ফরিদগঞ্জে নির্বাচন নিয়ে প্রার্থিদের পক্ষ নেওয়ায় মেস্তেফা কামালের বিরুদ্ধে জাতীয় কালের কন্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও কিভাবে তাকে ডিবির ওসির দায়িত্ব দেয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।