শাহরিয়ার খান কৌশিক ॥
ডিবি পুলিশের অভিযানে চাঁদপুর শহরের জিটি রোড থেকে প্রেমিক যুগলকে আটক করেছে। আজ বুধবার দুপুরে ডিবি পুলিশের উপপরিদর্শক মামুনুর রশিদ সঙ্গিয় ফোর্স নিয়ে আদালতের পিছনের এলাকার সোহেল সরকারের বাসা থেকে প্রেমিক যুগলকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শিরা জানায় কচুয়া রহিমা নগরের নুরুল আমিনের ছেলে শাহেল (২১) চাঁদপুরে চেয়ারম্যান ঘাট তার মামার বাড়ীতে থেকে শহরের আল আমিন স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচ এসসি পরীক্ষা দিয়েছে। সেখানে থাকা অবস্থায় তালতলা ্এলাকার মহিলা কলেজের পড়–য়া একটি মেয়ের সাথে মোবাইলের সম্পর্কের জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের কারনে গতকাল দুপুরে জিটি রোডে শাহেলের খালু সোহেল সরকারের বাড়ীতে তার প্রেমিকাকে নিয়ে সময় কাটাতে যায়। ঐ বাড়ীতে তারা অবস্থান করার কারনে আশে পাশের লোকজনের সন্দেহ হলে এলাকাবাসি ডিবি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক মামুনুর রশিদ সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাদেও আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। আটককৃত কলেজ পড়–য়া মেয়েটির বাবা প্রভাবশালি হওয়ায় ডিবি অফিস থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। দুপুরে কয়েকজন সাংবাদিক খবর পেয়ে ডিবি অফিসে গিয়ে শাহেলকে আটক অবস্থায় দেখতে পায়। কিন্তু মেয়ের দেখা পায়নি।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।