স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর জেলা ডিবি পুলিশের পৃথক অভিযানে পুরানবাজার নিতাইগঞ্জ ও শাহরাস্তি থেকে ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার আটকৃতদের পুলিশ আদালতে প্রেরন করে। জানা যায় ডিবি পুলিশের এসআই ফিরোজ আলম এস.আই নাছির উদ্দিন সঙ্গীফ ফোর্স নিয়ে শনিবার বিকেলে শাহরাস্তি দেবীপুর মাদক স¤্রাট আমির হোসেন বাড়ির সামনে অভিযান চালায়। এসময় আমির হোসেনের স্ত্রী রেহেনা বেগম (৩৪) রায়পুর লক্ষীপুর জেলার রায়পুরে খারকাদিয়া বাজারের খিদপুর গ্রামের তছলিম মাঝির ছেলে দুলাল মাঝি (৩৫ কে ইয়াবাসহ ২০০ পিস ইয়াবাসহ আটক করে। শনিবার রাত ৯টায় পুরানবাজার নিতাইগঞ্জ আবুল হাসেম জুয়েলার্সের মালিক বাছির মিয়া (৩০) কে ইয়াবা সেবন করার সময় আটক করে। আটকৃত বাছির স্বর্ণ দোকান দিয়ে দীর্ঘদিন ইয়াবা বিক্রি ও সেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ তার দোকানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাছির ইয়াবা অন্যত্র সরিয়ে ফেলে। এসময় ইয়াবা সেবনের সরঞ্জাম সহ তাকে আটক করে ডিবি পুলিশ। আটকৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। জানা যায় আটকৃত দুলাল মাঝি দীর্ঘ কয়েক বছর পূর্বে পুরানবজার এসে রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করত। রিক্সায় করে সে পাইকারী ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করতো। ইয়াবা বিক্রি করে রিক্সা চালক থেকে লাখ পতি বনে গেছে। দীর্ঘ কয়েক মাস পূর্বে ডিবি পুলিশ নতুন বাজার বিজ্রের উপর থেকে দুলাল মাঝিকে ইয়াবা সহ আটক করে। জেল থেকে বের হয়ে এসে সে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করে। এদিকে স্বর্ণ ব্যবসায়ী বাছির মিয়া তার স্বর্ণের দোকানের অন্তরালে ইয়াবা বিক্রির রমরমা বানিজ্য চালিয়ে যায়। এছাড়া সে চোরাই স্বর্ণ এনে তা বেশি দামে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।