শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পুরানবাজারে ভূইয়ার ঘাট এলাকায় কাল বৈশাখী ঝড়ে নোঙ্গর করা অবস্থায় প্রায় ২ কোটি টাকার চাল-ডাল সহ ৩টি ষ্টীলবডি ট্রলার নদীতে নিম্মজিত হওয়ার ঘটনায় ২দিন যাবত ডাকাতিয়া নদী থেকে চাল ডাল উদ্ধারের কাজ চলছে। মঙ্গলবার দুপুরে পুরানবাজার ভূইয়ার ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে ডুবন্ত ৩টি ষ্টীলবডি ট্রলার থেকে শ্রমিকরা মালগুলো উঠিয়ে উপরে নিয়ে আসছে। এ পর্যন্ত ৭ হাজার বস্তা চালের মধ্যে পানিতে ভেজা ৫ হাজার বস্তা চাল ও ১ হাজার ৫শ বস্তা ডালের মধ্যে ৮শ বস্তা ডাল ডুবরি ও শ্রমিকদের দিয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মালিকপক্ষ সূত্রে জানা গেছে। এদিকে উদ্ধার করা চাল ডাল পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এগুলো গো খাদ্য ছাড়া কিছুই করা যাবে না বলে আশংকা করছেন ভুক্তভোগি ব্যবসায়িরা। যদিও উদ্ধার করা চাল ডালগুলো স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান পুরানবাজারের নতুন রাস্তা ও আখহাটা এলাকায় রোদে ফেলে শুকাতে দেখা গেছে। সাম্প্রতিক কালে পুরাবাজারের ব্যবসায়িদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বলে অভিমত ব্যবসায়ি সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের।
এব্যপারে ভুক্তভোগী এক ব্যবসায়ি জানায়, ২দিন পানিতে ভিজে সমস্ত চাল ডাল নষ্ট হয়ে গেছে। এগুলো গো খাদ্য হিসেবে বিক্রি ছাড়া কোন উপায় দেখছি না। সবকিছু শেষ হইয়া গেলো। অনেক টাকার লোকসান গুনতে হবে।
উল্লেখ্য প্রচন্ড শক্তিশালী ঝড়ো হাওয়ার তোরে পুরানবাজারের ভূইয়ার ঘাট এলাকায় নোঙ্গর করা আনলোডের অপেক্ষায় থাকা ৭ হাজার বস্তা চাল, ১ হাজার ৫শ বস্তা ডাল ও ৬শ বস্তা মসুরীর ভূষি সহ ৩টি ষ্টীল বডির ট্রলার ডাকাতিয়ায় নিম্মজিত হয়। ফরিদপুর ও নগরবাড়ি থেকে নুরুজামাল, কুদ্দুস ট্রলারে আসা চাল পুরানবাজরের জেএম ট্রেডিং,অন্য ভান্ডার,মিনারা ট্রেডার্স,রায় ট্রেডার্স,মৃধা ট্রেডার্স ও পরেশ মালাকার এবং মঞ্জু মাঝির ট্রলারে ডাল-ভূষি বাসুদেব পোদ্দার,আরপি ট্রেডার্স,গনেশ পাল,সুকুমার সাহা ও লোকনাথ ভান্ডারের গোডাউনে আনলোড করার জন্য ভূইয়ার ঘাট এলাকায় নোঙ্গর করা অবস্থায় অপেক্ষা করছিলো। হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রচন্ড বাতাস ও ঢেউয়ের বাড়িতে ট্রলাগুলো ডুবে যায়।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।