চাঁদপুর নিউজ রিপোর্ট
আগামী ২৯ ডিসেম্বর রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘোষিত কর্মসূচি হচ্ছে ঢাকামুখী ‘মার্চ ফর ডেমোক্রেসি’ অর্থাৎ গণতন্ত্রের জন্য ঢাকামুখী অভিযাত্রা। এ দিন সারাদেশ থেকে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় পতাকা হাতে নিয়ে ঢাকা যাওয়ার আহবান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। যে কোনো মূল্যে এ অভিযাত্রা সফল করা হবে বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। আর এ কর্মসূচিতে বাধা দেয়া হলে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ার করে দেয় দলটি। এ দিকে সরকারও ঢাকামুখী অভিযাত্রাকে কোনোভাবেই সফল হতে দেবে না মর্মে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। সরকার এবং সরকারি দল আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে, ঢাকামুখী অভিযাত্রার নামে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
সারাদেশে প্রশাসন ইতিমধ্যে নানা তৎপরতা শুরু করেছে। চাঁদপুর জেলাও এর বাইরে নয়। জেলার সর্বত্র তথা জেলা থেকে ঢাকা যাওয়ার যতোগুলো রুট রয়েছে সবগুলো রুটে প্রশাসনের সকল স্তর থেকে কড়া নজরদারি রাখা হচ্ছে। একই সাথে সকল ধরনের দূরপাল্লার যানবাহনে তল্লাশি করা হচ্ছে। গতকাল ক’জনকে আটকও করা হয়েছে। বিএনপি তথা ১৮ দলীয় জোটের কর্মী-সমর্থকদের ঢাকা যাওয়ার নানা কৌশল মাথায় রেখে প্রশাসনের নজরদারি সাজানো হয়েছে। পুলিশের পাশাপাশি সকল গোয়েন্দা সংস্থার লোকজন মাঠে রয়েছে। সাদা পোশাকধারী প্রশাসনের বিপুল সংখ্যক সদস্য জেলার সর্বত্র বিচরণ করছে। যানবাহনে তল্লাশি করে সন্দেহভাজন হলেই আটক করা হচ্ছে। এ তল্লাশি ও নজরদারি গতকাল থেকেই শুরু হয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তবে বিএনপি এবং জোটের বেশ কিছু নেতা ও সাধারণ কর্মী-সমর্থক ইতিমধ্যে নানাভাবে ঢাকা চলে গেছে বলে জানা গেছে।