শহর প্রতিনিধি =
শহরের বড় স্টেশন রোডস্থ ১৪ কোয়ার্টার নামক স্থানে ডেম্যু ট্রেনের সাথে পিক-আপ ভ্যানের ধাক্কায় ট্রেনে থাকা কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ডেম্যুর সামনের অংশ এবং ধুমড়ে মুছড়ে গেছে পিক-আপ ভ্যানটি। রবিবার সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদপুর শহরের কোর্ট স্টেশনের পশ্চিম পাশে ১৪ কোয়ার্টার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ও চাঁদপুর স্টেশনের সহকারী মাষ্টার মারুফ হোসেন জানায়, লাকসাম থেকে ছেড়ে আসা ডেম্যু ট্রেনটি চাঁদপুর কোর্ট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বকুলতলা ১৪ কোয়ার্টারের সামনে রেললাইনের খুব নিকটে মালামাল নামানো অবস্থায় পিক-আপ ভ্যানটির সাথে স্ব-জোরে ধাক্কা লেগে বিকোট শব্দ করে ডেম্যু ট্রেনটি থেমে যায়। অধিক ঝাঁকুনিতে ট্রেনে থাকা প্রায় ২০ জন যাত্রী লাফিয়ে পড়ে কম-বেশী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ৫জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আহতরা হচ্ছে: আকবর হোসেন, আবু পাটওয়ারী, কাদের ছৈয়াল, সোহেল জামাদার ও মো. সাগর। বাকী আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ডেম্যু ট্রেনের পরিচালক সফিকুর রহমান বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। তবে ঘটনার পর ডেম্যু ট্রেনটি ক্ষতিগ্রস্থ অবস্থায় লাকসামের উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেছে। রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস জানায়, ঘটনাটি সত্য। আমরা ঘটনাটি জেনে ভ্যান চালক মফিজসহ পিক-আপ ভ্যান (ঢাকা মেট্টে ১৪-৫৬৬৩) আটক করেছি। রাত সাড়ে ৮টায় ডেম্যু ট্রেনটির মারাত্মক ক্ষতি না হওয়ায় পিক-আপ ভ্যান ও চালককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে ভ্যানটিসহ মফিজকে ছেড়ে দেওয়া হয়। এতে রেলের কর্মচারীদের চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম:
রবিবার , ১৫ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।