কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ডেম্যু ট্রেনে শিবু সরকার নামে এক যাত্রী আকস্মিক মৃত্যুভাবে বরণ করেছেন। চাঁদপুর রেল থানা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর চাঁদপুরগামী ডেম্যু ট্রেন হাজীগঞ্জ ছাড়লে শিবু সরকার ওই ট্রেনে বসা অবস্থা থেকে কাত হয়ে পড়ে যান। পরে যাত্রীরা ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ মৃত অবস্থায় শিবু সরকারের লাশ চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে আসে। পরে মৃতের আত্মীয়-স্বজনরা খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানায় আসে।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় ১টি অপমৃত্যুর মামলা হয়। যার নং-০২/১৭ তাং-২৬/১/১৭। মৃতের বাড়ি কচুয়া উপজেলার নোয়াদ্দা গোলবাহার গ্রামে। এ গ্রামের মৃত প্রাণ বল্লব সরকারের পুত্র তিনি। তার স্ত্রী ও আত্মীয়-স্বজনরা লাশ কচুয়ায় নিজ বাড়িতে নিয়ে পারিবারিকভাবে শেষকৃত্য সম্পন্ন করেন।