ফাহিম শাহরিয়ার কৌশিক খান
অতিরিক্ত যাত্রী হওয়ায় ট্রেনে উঠতে না পেরে যাত্রীরা পাথর নিক্ষেপ করলে ডেম্যু ট্রেনের ইঞ্জিন বগির গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। যার ফলে চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচলকারী একমাত্র ডেম্যু ট্রেনটি শুক্রবার থেকে চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিকল্প ট্রেন না দেয়ায় ঈদে কর্মমূখী যাত্রীরা ট্রেন স্বল্পতায় সীমাহীন দুর্ভোগে পড়েছে।
ডেম্যু ট্রেনের চালক আবুল হোসেন জানায়, গত বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় অতিরিক্ত যাত্রী হওয়ায় অন্যান্য যাত্রীরা ট্রেনে উঠতে না পেরে ক্ষিপ্ত হয়ে ট্রেন লাইনের পাথর ইঞ্জিনের বগিতে ছুড়ে মারে। এতে ইঞ্জিনের বগির সামনের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। ট্রেন চালানো তখন দুস্কর হয়ে পড়লেও যাত্রীদের চাপের মুখে ঝুঁকি নিয়ে ট্রেনটি লাকসাম পর্যন্ত পৌঁছায় এবং পরবর্তীতে এ ট্রেনের সকল সিডিউল বাতিল করা হয়। ট্রেনের ইঞ্জিন বগির গ্লাস মেরামত না হওয়া পর্যন্ত ট্রেনটি আর সম্ভব নয় বলে জানিয়েছেন চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার চালানো।
ট্রেনটি বর্তমানে লাকসাম স্টেশনে রয়েছে। এদিকে ডেম্যু ট্রেনে হামলার ব্যাপারে রেলওয়ের কর্মকর্তা জয়নাল আবেদীন বাদী হয়ে চাঁদপুর জিআরপি থানায় একটি জিডি করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রেলওয়ের চট্টগ্রাম কন্ট্রোল থেকে ডিটিপিএমএল আতিকুর রহমান জানান, আগামী ২দিন বন্ধ থাকার পর ডেম্যুটি চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। সেটি রেখে নতুন একটি ইঞ্চিন বগি চাঁদপুর-কুমিল্লা রুটের জন্য দেয়া হবে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।