ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথ পরিক্রমায় নানা চড়াই উৎরাই পেরিয়ে বর্তমান অবস্থায় থিতু হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরী সব সময়ই প্রযুক্তি ব্যবহারে উৎসাহী ভূমিকা পালন করেছে।
মৌলিক বৈশিষ্ট্য/ সেবা সমূহ
১.koha-ILS এর মাধ্যমে লাইব্রেরী অটোমেশন: ২০০৯ সালে নিজস্ব customized software এর মাধ্যমে অটোমেশন করা হয়। পরবর্তীতে ২০১১ সালে পৃথিবীতে বহুল ব্যবহৃত koha software টি INASP-PERI – সহযোগিতায় প্রশিÿণ ও বাস্ত্মবায়ন করা হয়। দীর্ঘ এক বছর অক্লান্ত্ম পরিশ্রম কওে ২০১২ সালে এটির কার্যক্রম সমাপ্ত করা হয়।
২.E-book: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যবহারকারীদের জন্য দেশের বৃহত্তম E-book এর ভান্ডার গড়ে তুলেছে যেগুলো নিজস্ব customized software-এর মাধ্যমে সংরক্ষন ও সেবা প্রদান করা হয়।
৩.3. Institutional Repository: বিশ্ববিদ্যায়ের নিজস্ব প্রকাশনাগুলো সংরÿন ও ব্যবহার করার জন্য উঝঢ়ধপব এর মাধ্যমে জবঢ়ড়ংরঃড়ৎু গড়ে তোলা হয়েছে। যা পৃথিবীর যে কোন প্রান্ত্মে বসে যে কেউ ব্যবহার করতে পারবে।
৪.Web Resources: Web Resources হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরীর অনন্য বৈশিষ্ট্য। বিভিন্ন বিষয়ের গুরম্নত্বপূর্ন Topic-গুলোর Web-Link-এর সমন্বয়ে সম্পূর্ন নিজস্ব customized software-এর মাধ্যমে এটি গড়ে তোলা হয়েছে যাতে ব্যবহারকারীদের সময় সাশ্রয় হয় ।
৫.Voice Library: Voice Library-র concept: সারা পৃথিবীতেই নতুন। বিভিন্ন্ন বিষয়ের গুরম্নত্বপূর্ন Text বই গুলোর Recording বা Voice Recording দিয়ে এটি সাজানো হচ্ছে। যাতে ব্যবহারকারীরা তাদের গুরম্নত্বপূর্ন সময় জ্যামে বা অন্য কোথায় নষ্ট না করে Voice Library ব্যবহারের মাধ্যমে সময়ের সর্বোত্তম ব্যবহার করতে পারে। এছাড়া English Skill বাড়ানোও এটির উদ্দেশ্য।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লাইব্রেরী সেবায় নতুনত্ব এবং প্রাণসঞ্চার করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো নতুন নতুন সেবা প্রদানের মাধ্যমে পেশাজীবীদের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা পালন করবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির– গ্রন্থাগারিক ।