প্রেস বিজ্ঞপ্তি:ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগ ১৯ই আগস্ট, ২০১৩ তারিখে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে “বিশ্বব্যাপী রয়োবৃদ্ধ জনসংখ্যাঃ ঝুঁকি, সুবিধাসমূহ এবং এর প্রভাব শীর্ষক সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উপদেষ্টা অধ্যাপক ড. হাফিজ টিএ খান। সেমিনার বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলাইড হেলথ সাইন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. এসএম কেরামত আলী, জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কেএম ফরমুজুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম. কবির।
সেমিনারে বক্তরা বলেন, বাংলাদেশ বয়োবৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধির তালিকায় উন্নয়নশীল ২০ টি দেশের মধ্যে রয়েছে এবং ক্রমবর্ধমান বয়োবৃদ্ধ জনসংখ্যার আধিক্য আগামী দিনগুলিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ন বিষয় হিসাবে আবির্ভূত হবে। মানুষের আয়ুস্কাল বৃদ্ধির কারণে ২০২৫ সালের মধ্যে এশিয়ার অন্য চারটি দেশসহ বাংলাদেশে বয়োবৃদ্ধ জনসংখ্যা বিশ্বের মোট বয়োবদ্ধ জনসংখ্যার অর্ধ্বেক হবে এবং এর ফলে বাংলাদেশকে বহুবিধ সমস্যা ও প্রতিকূলতার মুখোমুখি হতে হবে বলে বক্তারা জানান। । এই সমস্যা পরিবার, সম্পত্তি, সামাজিক ও সাংস্কৃতিগত এবং সু-স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাড়াবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
বক্তরা আরো বলেন, বয়স্ক লোকজন বৃদ্ধি, পরিবারের সদস্য সংখ্যা হ্রাস এবং পরিবারের একে অপরের সহযোগীতার বিষয়ে উদ্যোগ গ্রহন করার এখনই সময়। বাংলাদেশে বৃদ্ধরা বর্তমানে দেউলিয়াত্ব, কর্তৃত্ব লোপ, সামাজিক নিরাপত্তহীনতা, অপর্যাপ্ত বিনোদনমূলক সুযোগ-সুবিধা, সব ধরনের শারিরিক এবং মানসিক যতেœর অভাব এবং এক সাথে বসবাসের সুযোগসহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছে । তারা বৃদ্ধদের স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা সমাধানের ক্ষেত্রে বৃদ্ধদের জন্য স্বাস্থ্যবিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কার্ডিওভাসকুলার রোগ, ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ, আর্থরাইটিস, দৃষ্টি বৈকল্য এবং অক্ষমতা এই সব রোগ প্রতিরোধে যতœবান হওয়ারও পরামর্শ দেন।