প্রেস বিজ্ঞপ্তি==
দ্বাদশ এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ) ২০১৩ সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ২০টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষীক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলি (টহরগঅচ)-এর স্বাগতিকতায় মালয়েশিয়ার লংকোয়াই দ্বীপে গত ৬-৯ অক্টোবর ২০১৩ এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ)-এর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান তিন সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য দু’ সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম লুৎফর রহমান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ ইমরান হোসেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘এশিয়ার বিনির্মাণে নেতৃত্বঃ সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’।
সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটি অব সুরবায়া (ইন্দোনেশিয়া), শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি (ইরান), ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি অব থাইল্যান্ড (থাইল্যান্ড), ফিলিপাইন নরমাল ইউনিভার্সিটি (ফিলিপাইন), ওনহুই ইউনিভার্সিটি (চীন) ইউনিভার্সিটি সেইনস ইসলাম (মালয়েশিয়া), স্টাইকস্ উবুদিয়াহ আছেহ (ইন্দোনেশিয়া), লাইউটিবিএম ইউনিভার্সিটি, (জাম্বিয়া), মিকোলাস রোমারিজ ইউনিভার্সিটিসহ (লিথুয়ানিয়া) ২০টি ইউনিভার্সিটির মধ্যে পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ডঃ এম লূৎফর রহমান এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মোঃ সবুর খান ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। এই সমোঝোতা স্মারক চুক্তির লক্ষ্য হলোÑ উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী ও শিক্ষক আদান-প্রদান এর সুযোগ-সুবিধা বৃদ্ধি, গবেষণা, প্রযুক্তি বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানোন্নত করে তোলা। এই চুক্তির মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আন্তার্জাতিকমানের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা উপভোগ করার পাশাপশি উচ্চতর ডিগ্রী অর্জণ, ক্রেডিট ট্রান্সফার সুবিধা ও শিক্ষা বিনিময় করতে পারবে।
আন্তর্জাতিক পরিম-লের সাথে একযোগে তাল মিলিয়ে চলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মপন্থা ও কৌশল গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরাম (এইউপিএফ) এ যোগদান করে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার মানকে আন্তর্জাতিকীকরণের জন্য শুরু থেকেই জ্ঞান ও ভাষা অর্জনে, আন্তার্জাতিক কনটেন্টে পাঠ্যক্রম এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষাসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে গুরুত্ব প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় কিছু গুরুত্বপূর্র্ণ পদক্ষেপ যেমন শাখা ক্যাম্পাস, ক্রস বর্ডার সহযোগিতা চুক্তি, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রোগ্রাম, ইংরেজি মধ্যমে উচ্চ শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিকীকরণে ভূমিকা রেখে চলেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।