শওকত আলী,
চাঁদপুরে ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে সেন্টাল ফর যাকাত ম্যানেজমেন্ট বাস্তবায়নে জীবিকা প্রকল্প উদ্ধোধন ও তহবিল হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কল্যাণপুর ইউনিয়নের দাসদী, রঙ্গের গাঁও, পাথলিয়া গ্রামের ৫শ’ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ১০ হাজার টাকা করে ৪ ধাপে মোট কোটি টাকা অনুদান প্রদান করা হবে। তারই ধারাবাহিকতায় গতকাল প্রথম ধাপে ৫শ’ পরিবারের মাঝে ৫৪লাখ টাকার অনুদান প্রদান করা হয়। এ পরিবারগুলোর স্বাস্থ্য ও শিক্ষার দায়-দায়িত্ব গ্রহণ করবেন এ প্রকল্প। ৫শ পরিবারের জন্য স্বাস্থ্য ক্লিনিক ও বিদ্যালয় স্থাপন করা হবে বলে ড্যাফোডিল গ্র“পের চেয়ারম্যান সবুর খান জানান।
জীবিকা প্রকল্প উদ্ধোধন ও তহবিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। তিনি তার বক্তব্যে বলেন, আজ থেকে এখানে উপস্থিত ৫শ’ পরিবার একটি পরিবারে যুক্ত হয়েছেন। এ পরিবারের নাম হচ্ছে জীবিকা প্রকল্প। আপনাদের সন্তানরা স্বাবলম্বি হতে পারে তাহলে চাঁদপুরে আর গরীব লোক থাকবেনা। আপনারা একে অপরকে সহযোগিতা করবেন। একে অপরকে সহযোগিতা না করলে উন্নতি করা সম্ভব নয়। সকলে একতাবদ্ধ হয়ে কাজ করবেন। অপনাদের আয়বাড়ানো, শিক্ষা ও স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। আপনাদের ভাগ্য পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আপনারা মেধা ও প্ররিশ্রম কাজে না লাগাবেন।
তিনি আরো বলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে মেধা দিয়েছেন। আমাদের মেধা একটি কম্পিউটারের চেয়ে অনেক বেশী শক্তিশালী। তাই আমাদের মেধাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। যা দ্বারা নিজেদের, সমাজে এবং দেশের উন্নয়ন করা যায়। আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন এটাই আমাদের মূললক্ষ্য। আমাদের দেশে মায়েরা অনেক কষ্ট করে। তাই তাদের স্বাবলম্বী করার জন্য আমাদের এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মায়েদের সহযোগিতা করলে সমাজকে পরিবর্তন করা যাবে, আমরা সেই কাজটি করছি। সঠিক কাজে এ অর্থ ব্যয় করলে এ অর্থ আপনাদের। আর যদি উল্টোপাল্টো কাজে এ অর্থ ব্যায় করেন, তাহলে এ অর্থের মালিক আপনারা নন। আমরা চাই এ এলাকায় আর কোন ভিক্ষুক থাকবে না। ৫ বছর পর আপনারা নিজেরাই জাকাত দিবেন।
ড্যাফোডিল স্কুলের সহকারী শিক্ষক মো. মোস্তফা কামালের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেন্টাল ফর যাকাত ম্যানেজমেন্টর সিইও ড. আইউব মিয়া, এএসপি হেড কোয়াটার শাকিল আহম্মেদ, সিসি কম্পিউটার লিমিটেডের সিও মো. আক্তার হোসেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, সেন্টাল ফর যাকাত ম্যানেজমেন্টর জেনারেল ম্যানেজার খন্দকার জাকারিয়া আহম্মেদ, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আছাদ উল্যাহ।
ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান।
এসময় উপস্থিত ছিলেন, ড্যাফোডিল গ্রুপের ডিরেক্টর মো. আমিনুল হক মজুমদারসহ ড্যাফোডিল গ্রুপের কর্মকর্তাগণ।