মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ড.মোহাম্মদ শামসুল হক ভূইয়া মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি —
মাননীয় এমপি মহোদয় ২০১৪ সালে আপনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হতে অবহেলিত ফরিদগঞ্জের উন্নয়নে আপনি যথেষ্ঠ ভূমিকা রেখেছেন ।স্কুল কলেজ মাদ্রাসা ,ব্রীজ কালভার্ট,রাস্তা পাকাকরন ,বিভিন্ন মসজিদ মাদ্রাসায় শোলার প্রদান,বিদ্যুত সমস্যার সমাধান সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে আপনি নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন ।ফরিদগঞ্জের এমন কোন গ্রাম নেই যেখানে আপনি যাননি।বিভিন্ন সমস্যা সমাধানে আপনি ভূয়শী প্রশংসার দাবিদার ।প্রতি নিয়ত আপনি ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছেন,এইতো গত ১২ জুন জাতীয় সংসদে আপনি ফরিদগঞ্জের উন্নয়নে যে দাবি পেশ করেছেন তা সত্যিই প্রশংসনিয় ।আপনার নেতৃত্বে ফরিদগঞ্জ উন্নয়নের মহাসড়কে আছে এবং থাকবে এটা আমার প্রত্যাশা ।
কিন্তু মহোদয় আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ,ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর হতে ফরিদগঞ্জের পশ্চিম দিকের শেষ সীমানা ১০ নং দক্ষিন গোবিন্দপুর ইউনিয়নের আইলের রাস্তা পর্যন্ত(মধ্যখানে নয়াহাট বাজার,সৌদিয়া মার্কেট,হাসা মাদ্রাসার সম্মুখ,বোর্ড স্কূল সম্মুখ) চট্রগ্রাম খুলনা মহাসড়কের বেহালা দশা যা চোখে না দেখলে এর করুন অবস্থা বিশ্বাস করা সম্ভব নয় ।এই রাস্তার মাঝখানে যে সকল বড় বড় গর্তের সৃস্টি হয়েছে অবস্থাদৃষ্টে মনে হবে ছোট খাট পুকুর বা জলাশয় ,প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল কারী যানবাহন দূর্ঘটনার স্বীকার হচ্ছে ,বিভিন্ন ধরনের যানবাহন সিএনজি অটোরিক্সা প্রাইভেট কার প্রায়ই পানিতে তলিয়ে গিয়ে অকেজো হয়ে যাচ্ছে।গুরুত্বপূর্ন এই সড়কটি দিয়ে খুলনা,বরিশাল,গোপালগঞ্জ,ফরিদপুর,যশোর.মাগুরা, শরিয়তপুর,বেনাপোল সহ দক্ষিন পশ্চিমাঞ্চলের জনগন বন্দর নগরী চট্রগ্রাম সহ বিনোদন ও পর্যটন নগরী কক্সবাজারের সাথে যোগাযোগও যাতায়াত করে থাকে ।
কিন্তু রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হওয়াতে খুলনা সহ দক্ষিন পশ্চিমাঞ্চলের সাথে বন্দর নগরী তথা ইলিশের নগরী চাঁদপুরের যোগাযোগ ব্যহত হচ্ছে ।এবং ঢাকা ঘুরে যাওয়াতে সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে ।এতে সাধারন জনগন ক্ষতিগ্রস্থ হচ্ছে।
মাননীয় মহোদয়,আমি বিগত ২/৩ মাস ফরিদগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে আপনার উন্নয়নের চিত্র দেখেছি ।এই রাস্তার চাইতে অনেক কম গুরুত্বপুর্ন রাস্তা আপনার সুদৃস্টির কারনে বহু পুর্বেই পাকা হয়েছে ।
আসন্ন ঈদে অনেক প্রবাসী দেশে বৃদ্ধ বাবা মা আত্নীয় পরিবার পরিজনের সাথে ঈদ করতে আসবেন না শুধু মাত্র তিন কিলো মিটার ভাঙ্গা রাস্তার কারনে ।
মাননীয় মহোদয় আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামীলীগ করি যদি ও আমি বা আমরা কোন নেতা বা দলের গুরুত্বপুর্ন দায়িত্বে নাই। তারপরও প্রতি নিয়ত আমরা সাধারন জনগনের বিভিন্ন প্রশ্নের সম্মূখিন হচ্ছি এই গুরুত্ব পূর্ন রাস্তাটির সংস্কারের ব্যাপারে জনগনকে সুস্পস্ট কোন জবাব দিতে পারিনা ।জনগনের প্রশ্নবানে প্রতিনিয়ত আমরা জর্জরিত হচ্ছি ।এবং এই জনগুরুত্ব পুর্ন সড়কটির কারনে সরকারের হাজার কোটি টাকার উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে ।
মহোদয় সমীপে আরজ,আসন্ন ঈদ উল ফিতরের পূর্বেই অন্তত ভাটিয়ালপুর চৌরাস্তা হতে আইলের রাস্তা পর্যন্ত রাস্তাটি পূর্ন সংস্কার করা সম্ভব না হলে ও অন্তত যেখানে বড় বড় গর্ত আছে সেগুলো থোক বরাদ্দ দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আমি সাধারন জনগনের পক্ষ হতে আপনার নিকট জোর দাবি জানাচ্ছি ।
নয়তো আপনার এতো বেশী অর্জন ম্লান হয়ে যাবে ।
আল্লাহ আপনার সহায় হোক , জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।
মোহাম্মদ রসু মিয়া
ফরিদগঞ্জ পৌরসভা
৯ নং ওয়ার্ড ।