চাঁদপুর থেকে ঢাকার যাওয়ার পথে মোঃ কালু ঢালী (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। এ বিষয়ে গত বুধবার নিখোঁজের ছোট ভাই জাকির হোসেন চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-১৯৪। মোঃ কালু ঢালী চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন দক্ষিণ গোবিন্দিয়া এলাকায়।
ডায়েরি সূত্রে জানা যায়, মোঃ কালু ঢালী ঢাকা গুলিস্তান ফুটপাতে আখের রস বিক্রি করতেন। গত ৩০ নভেম্বর ঢাকা থেকে হানারচর ইউনিয়ন দক্ষিণ গোবিন্দিয়া তার নিজ বাড়িতে আসে। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। রওনা করার কিছুক্ষণ পর থেকে কালু ঢালীর ব্যবহৃত (০১৮৯০-৭৬৪৭৮৪) নাম্বারের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন জায়গায় অনেকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৪ ডিসেম্বর চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।