ঢাকা থেকে ফিরে আলমগীর তালুকদার :
ঢাকার আফতাব নগরে অবস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে সবার মুখে আবারও হাসি। বাংলাদেশের খ্যাতনামা স্মাইলিং চিলড্রেন স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ১:১ শিক্ষক ও শিক্ষার্থী রয়েছে। এ প্রতিষ্ঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে দক্ষ ব্যবস্থাপনা ও সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা টরিচালিত হয়ে আসছে। শিক্ষকদের দাবী আদায়ের জন্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল বৃহস্পতিবার কর্মরত শিক্ষকদের সাথে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদ শিক্ষকদের ন্যায় সম্মত দাবী মেনে নিলে পুনরায় শিক্ষকগন তাদের কাজে ফিরে আশার বিষয়ে সিদ্বান্ত হয়। ৮ এপ্রিল রবিবার যথারীতি স্কুলের স্বাভাবিক কার্যক্রম চালু হবে।পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোস্তফা ফখরুদ্দিন বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বাবা হিসাবে আমি অনুভব করি স্কুল বন্ধ থাকলে ছেলে মেয়েদের কি সমস্য হয়। কর্মরত শিক্ষদের যৌক্তিক দাবী আমরা মেনে নিয়েছি । আমরা আমাদের সন্তানদের কথা চিন্তা করে বিদ্যালয়ের শিক্ষকদের দাবী মেনে নিয়েছি। আমাদের ছেলে মেয়েদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করছি। স্কুলের স্বাভাবিক কার্যক্রম চালু করতে বিদ্যালয়ের সকল সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করছি। স্কুলের অচল অবস্থা কাটিয়ে উঠায় বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষর্থী ও অভিভাবক সবার মাঝে আবার হাসি ফটে উঠেছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এ প্রতিষ্ঠানটি ছেলে মেয়েদের কলরবে আবারও মুখরিত হবে ,সবার মুখে থাকবে বিজয়ের হাসি ।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।