কামরুল হাসান,
॥ আজ মঙ্গলবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার আজিমপুর থেকে অপহৃত ছালমা আক্তার (২৮) কে অপহরনের চার দিন পর কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার থেকে উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি থানা পুলিশ। উদ্ধার হওয়া ছালমা আক্তার রাজধানী ঢাকার ৫২ নিউ আজিমপুর এলাকার শেখ সোহরাবের কন্যা। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কুমিল্লার মেঘনা উপজেলার ভাড়ারবন গ্রামের জসিম উদ্দিনের পুত্র সুমন মিয়া (৩০) ও একই জেলার তিতাস উপজেলার ষোলাকান্দি গ্রামের সফিকুল ইসলামের পুত্র আলম (২৪)। দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) আশিকুর রহমান আশিক জানান, ছালমা আক্তারের পরিবারের সাথে টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার তাকে অপহরণ করা হয় । মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর দণি বাজার এলাকার হামিদের বাড়ীর ৬ষ্ঠ তলা থেকে ছালমাকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।