ঢাকায় বসবাসকারী চাঁদপুরবাসীদের নিয়ে ‘রূপালী চাঁদপুর’ নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এলাকার উন্নয়ন, গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, দরিদ্র ছাত্রছাত্রীদের লেখাপড়ায় সহযোগিতা দেওয়াই হবে এ সংগঠনের কাজ।
প্রাথমিকভাবে কাজী মো. দিলজেব কবীরকে প্রধান সমন্বয়কারী এবং নূর হোসেন নুরু ও রিয়াজ উদ্দিন আহমেদ রানাকে সমন্বয়কারী করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আগামী ৭ অক্টোবর ঈদুল আজহার পরের দিন চাঁদপুর ক্লাবে দিনব্যাপী পুনর্মিলনী ও আনন্দমেলার আয়োজন করা হয়েছে। পুনর্মিলনী ও আনন্দমেলার নিবন্ধনের শেষ তারিখ ২ অক্টোবর। যোগাযোগ- ০১৭১৩৪৯৩১০৪, ০১৬১৩৪৯৩১০৪।
সংবাদ বিজ্ঞপ্তি।