বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকা ২৯ ডিসেম্বরের ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ অর্থাৎ গণতন্ত্রের অভিযাত্রা সফল করার লক্ষ্যে সারাদেশ থেকে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীসহ সকল পর্যায়ের সক্ষম জনসাধারণকে ঢাকায় আসার ঘোষণা দেয়া হয়। দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মী ঢাকা যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। অনেক নেতা-কর্মীকে গতকাল শুক্রবার ঢাকায় রওনা হতে দেখা যায়। চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল শহরে বিক্ষোভ সমাবেশের পর সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভাও করা হয়। এর আগে জেলা যুবদল ও ছাত্রদল পৃথক প্রস্তুতি সভা করেছে। জেলা বিএনপি ঢাকা অভিমুখে যাত্রার বিভিন্ন কৌশল নিয়েছে। যেভাবেই হোক এ জেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় ঢুকবে এটাই তাদের পরিকল্পনা। অপরদিকে জেলা বিএনপির অপর গ্রুপ ‘জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে’র ব্যানারে নেতা-কর্মীরা সংগঠিত হয়ে ঢাকামুখী কর্মসূচি সফল করার জন্যে পৃথক প্রস্তুতি নিয়েছে। এ গ্রুপের শীর্ষ নেতার নেতৃত্বে রয়েছেন চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিএম ফজলুল হক। জেলা স্বেচ্ছাসেবক দলের হয়ে আরেকটি গ্রুপও ঢাকায় যাবে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান শাহীন এ গ্রুপের নেতৃত্বে থাকবেন বলে একটি সূত্র জানায়।
চাঁদপুর জেলা ছাত্রদলের ব্যানারে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে ছাত্রদলের একটি গ্রুপ যে কোনো প্রক্রিয়ায় ঢাকা যাবে। এছাড়া উপজেলা পর্যায়ে হাইমচরে বিএনপির মানিক-জিএম ফজলু-শাহীন গ্রুপের নেতা-কর্মীরাও ঢাকা যাচ্ছে। হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির এমএ মতিন-ইঞ্জিনিয়ার মমিনুল হক গ্রুপের নেতা-কর্মীরা পৃথকভাবে ঢাকায় যাবে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি লায়ন হারুনুর রশিদ এমপি এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর পৃথক নেতৃত্বে উপজেলা বিএনপির দু’ গ্রুপের নেতা-কর্মী ছাড়াও বিএনপির বহিষ্কৃত নেতা শিল্পপতি এম.এ হান্নান গ্রুপের অনেক নেতা-কর্মী ঢাকায় যাবে। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ নূরুল হুদা ও ড. জালাল উদ্দিন গ্রুপের নেতা-কর্মীরাও ঢাকা যাবে। কচুয়া উপজেলা বিএনপি তথা ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের নেতৃত্বে ঢাকায় উপস্থিত হবে। ১৮ দলের অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অনেকেই ইতিমধ্যে কৌশলে ঢাকায় রওনা হয়ে গেছে। তবে নির্দিষ্ট করে চাঁদপুর থেকে ১৮ দলের নেতা-কর্মীরা কীভাবে ঢাকা রওনা হবে তা স্পষ্ট করা হয়নি। নদী ও সড়ক পথে চাঁদপুরের নেতা-কর্মীরা ঢাকায় ঢুকবে বলে জানা গেছে।
জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপকালে তারা জানিয়েছেন, খালেদা জিয়ার আহ্বানে ঢাকায় চাঁদপুর থেকে মানুষের ঢল নামবে। তাদের এ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। সবার হাতে থাকবে জাতীয় পতাকা। ঢাকা অভিমুখে যাওয়ার সময় কোনো বাধা না দিতে চাঁদপুরের প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত চাঁদপুরের নেতা-কর্মীদের ঢাকায় যেতে প্রশাসন বাধা দেয়নি। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিনেও ঢাকাগামী চাঁদপুরের সকল লঞ্চে অতিরিক্ত যাত্রীর চাপ ছিলো। কোনো কোনো লঞ্চে তিল ধারণের ঠাঁই ছিলো না। বাধার সম্মুখীন হবার আশঙ্কায় ১৮ দলের অনেক নেতা-কর্মী শুক্রবার চাঁদপুর থেকে ঢাকায় চলে গেছেন।