কবির হোসেন মিজি
চাঁদপুরের সুপ্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী ঢাকা কনফেকশনারীর স্বত্বাধিকারী, চিশতিয়া জামে মসজিদ কমিটির সভাপতি এবং চাঁদপুর বেকারী মালিক সমিতির উপদেষ্টা, একজন অজাতশত্রু ব্যক্তি হিসেবে পরিচিত, মিষ্ট ভাষী, সদাচারী মানুষ আলহাজ্ব দিলওয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। তিনি গতকাল ৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা আয়েশা মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে গতকাল চাঁদপুরের সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবর শোনার পর পরই শহরের হাজী মহসীন রোডস্থ মরহুমের বাসভবনে বিভিন্ন বেকারী মালিক, কর্মচারী ও রাজনীতিবিদরা ছুটে আসেন। আজ বাদ জোহর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদের সামনে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। উক্ত জানাজায় ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারবর্গ।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।