প্রেস বিজ্ঞপ্তি ==
ঢাকা চেম্বারের সভাপতি মোঃ সবুর খান সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গোল্ডেন হর্স হোটেলে অনুষ্ঠিত টপ এশিয়া কর্পোরেট বল-২০১৩ অনুষ্ঠানে এশিয়ার সর্বোচ্চ অনুপ্রেরণাদানকারী “নেশন বিল্ডার এওয়ার্ড” পদকে ভূষিত হয়েছেন। মালয়েশিয়ার প্রাধনমন্ত্রী বিভাগের মন্ত্রী ওয়াই বি দাতুক জোসেফ এনতুলো বিলন ঢাকা চেম্বারের সভাপতি মোঃ সবুর খানের হাতে এ পদক তুলে দেন। বাংলাদেশে সমাজ গঠনে বিশেষ অবদান এবং নেতৃত্বের গুণাবলীর উপর ভিত্তি করে ঢাকা চেম্বারের সভাপতিকে এ পদকে ভূষিত করা হয়।
উল্লেখ্য যে, ডিসিসিআই সভাপতি মোঃ সবুর খান প্রথম বাংলাদেশী হিসেবে এ পদকে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, মালয়েশিয়ার রাজপুত্র তানকু আলী রেদবাউদ্দিন ইবনে মুহরিজ এবং এশিয়ার অন্যান্য স্বনাধন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। “টপ টেন অফ এশিয়া” এবং “টপ টেন অফ মালয়েশিয়া” উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। “টপ টেন অফ এশিয়া”-এ পদক প্রদানের ক্ষেত্রে এশিয়া অঞ্চলের সকল দেশের ব্যবসায়ীদের সমাজ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা এবং তাঁদের সাফল্য বিবেচনায় আনা হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের দ্বারা পরিচালিত জরিপ, গবেষণা এবং সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিতদের বাছাই করা হয়। অনুষ্ঠানে এয়ার এশিয়ার সিইও টনি ফার্নান্দেজসহ এশিয়ার প্রায় ১০০০ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।