স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বিএমএভবন) দোকান মালিক কল্যাণ সমিতির ২০২১-২০২২ কার্যকরী পরিষদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চাঁদপুরের সন্তান ও
সোহাগ সার্জিকালের সত্ত্বাধিকারী মোঃ সোহাগ হোসেন মিজি। সোমবার তার সমর্থিত ভোটারদের সাথে নিয়ে তিনি মনোনয়ন পত্র উত্তোলন করেন।
সোহাগ মিজি গত নির্বাচনে কার্যকরী পরিষদের পরিচালক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এ বছরও ভোটারদের অনুপ্রেরণায় একই পদে প্রার্থী হতে মনোনয়ন পত্র নিয়েছেন। সোহাগ মিজি চাঁদপুর সদর উপজেলাের শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী গ্রামে তার বাড়ি। তিনি একজন সফল সার্জিকেল ব্যবাসায়ী। বেশ সুনামের সাথে তিনি বিএমএ ভবন মার্কেটে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এ বছর নির্বাচনে বিজয়ী হতে সকলের দোয়া এবং ভোটারদের ভোট প্রার্থনা কামনা করেছেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/