ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ৪২ হাজার শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করে প্রথম হয়েছে এক মাদ্রাসা ছাত্র। তার নাম আব্দুর রহমান মজুমদার।
সে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেছে। তার ভর্তি পরীক্ষার রোল ৫১৯৩৪৬। মোট স্কোর ১৬৮.৯৮।
আব্দুর রহমান ভর্তি পরীক্ষায় এমসিকিউতে বাংলায় ১৮.৯, জেনারেল ইংলিশে ২৮.৫০, সাধারণ জ্ঞান প্রথম অংশে ২১.৯ এবং দ্বিতীয় অংশে ২০.৪ পেয়েছে। তার মোট নম্বর ৮৯.৭০।
ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ঢাকা বোর্ডের অধীন এইচ এস সি পাশ করা আবির হোসাইন। তার মোট স্কোর ১৬৫.০৮। আর ১৬২.১ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জান্নাতুল ফেরদাউস দোলা।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। মোট ৪২ হাজার প্রতিযোগীর মধ্যে পাশ করে মাত্র তিন হাজার ৮৭৪ জন। পরীক্ষায় ফেলের হার ৯০.৪৫ শতাংশ।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারছে না। এর জন্য দীর্ঘদিন ধরে মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আন্দোলন করে যাচ্ছে।