পুরাণবাজার ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ঢালীঘাট থেকে ইয়াবাসহ নাজিম উদ্দিন হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ২০ আগস্ট রাত ৮টায় ৭৫ পিচ ইয়াবা, একটি মোবাইল ও মাদক বিক্রির নগদ ৬১০০ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ সঙ্গীয় পুলিশ ফোর্স সেখানে অভিযান চালায় এবং মাদকসহ আসামীকে ধরতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত নাজিম চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বাগাদী গ্রামের হাওলাদার বাড়ির মক্রম হাওলাদারের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারি বলে পুলিশ জানায়। তাকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।