মিজানুর রহমান রানা
চাঁদপুর সদর উপজেলা ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তথা নির্বাচনের মাধ্যমে হওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নের তৃণমূলের নেতৃবৃন্দ। তারা নির্বাচন ছাড়া চাপিয়ে দেয়া কমিটি কোনোভাবেই মেনে নেবে না। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মজিবুর রহমান কাজীর সমর্থনে মতবিনিময় সভায় দলের তৃণমূলের নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি প্রার্থী মজিবুর রহমান কাজীর উপস্থিতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ১৪ বছর পর তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে জেনে এ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা-কর্মীরা উজ্জীবিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে যে বা যারাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে আসবে তাদেরকেই আমরা মেনে নেবো। এর বাইরে যদি কেউ বা কোনো মহল মনগড়াভাবে কোনো কমিটি আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে সে কমিটি আমরা কোনোভাবেই মেনে নেবো না। এ বিষয়টি সুবিবেচনার জন্য আমরা আমাদের প্রাণপ্রিয় সাংসদ, চাঁদপুরের উন্নয়নের রূপকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। সভায় মজিবুর রহমান কাজী বলেন, বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় আমি আমার এলাকায় আমাদের দলের প্রার্থীর জন্য কী করেছি সেটা আমার ইউনিয়নের নেতা-কর্মীরা বলতে পারবেন। আমার নেত্রীও তা অবগত আছেন। আমি আজ আমার ইউনিয়নের তৃণমূলের নেতাদের অনুরোধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হয়েছি। তাই আমিও চাই নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হোক। ভোটাভুটিতে যেই নেতৃত্বে আসুক তাকেই আমরা মেনে নেবো।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হানিফ মজুমদার, সাধারণ সম্পাদক মিজান বকাউল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান গাজী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল কাজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল খন্দকার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর প্রধানিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ছৈয়াল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিম খাঁ, সাধারণ সম্পাদক শাহজাহান বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক কালু গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু বেপারী এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক হাবিব উল্যাহ বকাউলসহ ওয়ার্ড কমিটিগুলোর ভোটাররা। এ ছাড়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।