রফিকুল ইসলাম বাবু,
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে মহরম মিজি নামের এক ব্যাক্তির। চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাজবাড়ি বসুর স্কুলের সামনে নির্ধারিত ৫শতাংশ জমি দখল করে রাখে মহরম মিজি। চাঁদপুরে মোকাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে এ নিয়ে মামলা চলমান রয়েছে। এতে আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কেউ জমি দখল করতে পারবে না। কিন্তু আদালতের কোন নিয়ম না মেনেই মহরম নামের এক ব্যাক্তি ক্ষমতা দেখিয়ে জমি দখল করার চেষ্টা করছে। মহরম মিজি বর্তমানে থাকেন সিলেটে। সে ওই এলাকায় সাড়ে ৪ শতাংশ জমি পাবে কিন্তু রাস্তার পাশ এবং বাড়ির ভিতরে পছন্দমত জমি দখল করার চেষ্টা করছে। মহরম ৩ দাগে সাড়ে ৪ শতাংশ জমির মধ্যে বাড়ির অংশে তার ভাগ রয়েছে। কিন্তু সেখানেও দখল করে রাস্তার পাশের নির্ধারিত কবরস্থান দখল করতে চাইছে। এ বিষয়ে ভুক্তভূগি জমির মালিক মো. জুম্মান পাটওয়ারী বলেন, মহরম মিজি সিলেটে থাকে। সেখান থেথে এসেই বিভিন্ন ভাবে জমি দখল করে। এছাড়া আমাদের উচ্ছেদ ও হুমকি-ধমকি দিয়ে আসছে। মহরম মিজি বাড়ির অংশের ৫ শতাংশ জমি দখল করে আছে। এরমধ্যে রাস্তার পাশের কবরস্থানেরও জমি দখল করতে চাইছে। মহরম মিজি বিভিন্ন সময়ে বহিরাতগত দলবল পাঠিয়ে আমাদেরকে ভয়ভিতি দেখায়। আমরা আদালতের স্বরনাপন্ন হলে, আদালন জমি দখলে নিষেধাজ্ঞা প্রদান করে। কিন্তু কোন ভাবেই মহরম মিজি আদালতের নিয়মনীতী মানছে না।