শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর পুরানবাজারে স্কুল ছাত্রী গৃহ পরিচায়িকা শিশু তানজিলা আক্তার (৯) শ্বাসরোধ করে হত্যার ঘটনা ৫০ দিন প্রেরিয়ে গেলেও মূল হোতারা এখোনো অন্তরালে রয়েছে। গত ২৫ জানুয়ারী সোমবার শ্বাসরোধ করে স্কুল ছাত্রী গৃহ পরিচায়িকা শিশু তানজিলা আক্তার কে হত্যার পর ঘটনার মূল হোতা মামলার প্রধান আসামী নান্টু দেওয়ান ও পারুল বেগমকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এছারা হত্যাকান্ডের রাজসাক্ষী আটক জো¯œা বেগমের ছোট মেয়ে নুসরাত ঘটনার পর থেকে এখনও নিখোজ রয়েছে। তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘটনা ধামাচাপা দিতে ও মামলা নিস্পত্তি করতে চাঁদপুর মাছ ঘাট এলাকার একটি দালালচক্র জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে মামলা নিস্পত্তির জন্য মাছ ঘাটের আব্দুল গনি সহ একটি চক্র মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে দফায় দফায় বৈঠকের খবর পাওয়া গেছে। এছাড়া মামলা নিস্পত্তির জন্য বেশ কয়েকবার তানজিলার বাবা মাকে আসামী পক্ষরা টাকা লোভ দেখিয়ে চাপের মুখে আদালতে এনেছে। দালালচক্ররা সক্রিয় হয়ে হত্যাকান্ডের মূল হোতা ও তার পরকিয়া প্রেমিকা জেঠস পারুল বেগমকে বাচাতে মরিয়া হয়ে ওঠেছে। তারা ইতিমধ্যে মামলা নিস্পত্তি করার জন্য তদন্তকারীরা বৈঠকে বসেছে। এছারা আসামীদের আটক না করার জন্য পুলিশের সাথে মোটা অংকের টাকার রফাদফা হয়েছে বলে জানা গেছে। ঠিক এ কারনেই হত্যাকান্ডের মূল হোতারা অন্তরালে থাকায় এখনও তাদের আটক করেনি পুলিশ। মামলার প্রধান আসামী আটক জো¯œা বেগম আদালতে হাজিরা দিতে এসে জানায়, ঘটনার দিন শুধুমাত্র তার বড় বোন পারুল বেগম বাসায় ছিলো। দুপুরে হাকিকে সাথে নিয়ে ইন্সুরেন্সের টাকা জমা দিতে নতুনবাজার যাই। সেখান থেকে বাসায় ফিরে তানজিলার লাশ টয়লেটে পরে থাকতে দেখি।
একটি সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে জো¯œার স্বামী নান্টু দেওয়ান বাসায় এসে তার জেঠস প্রবাসীর স্ত্রী পারুল বেগমের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। ঠিক এ সময়ে বাইরে খেলাধূলা শেষে তানজিলা ঘরে ঢুকে তাদের অপ্রিতিকর অবস্থায় দেখতে পেয়ে ঘটনা ধামাচাপা দিতে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে অপরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এ মামলাটি চাঁদপুর গোয়েন্দা পুলিশকে দেওয়া হলে হত্যার মূল রহস্য ও হত্যাকারীরা অচিরেই আটক হবে বলে সচেতন মহলের অভিমত।
উল্লেখ্য, নিহত তাসজিলা আক্তারের মা বেগম দীর্ঘ ৯ মাস পূর্বে তার খালাতো বোন জো¯œার কাছে মেয়েকে স্কুলে পড়াশুনা করানোর স্বর্তে কাজে দেয়। গত সোমবার বিকেলে তাছলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে টয়লেটের ভিতরে লুকিয়ে রাখার পর তার লাশ সেখান থেকে বের করে রাতের আধাঁরে চরে নিয়ে গুম করার পায়তারা করে। তানজিলা আক্তার (৯) কে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতকদের বিচার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পুরানবাজার মার্চ্চেন্টস একাডেমীর ছাত্রছাত্রীরা।