অভিজিত রায় ॥
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশ ও চাঁদপুর কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের উদ্দ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহারে সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাসনাত ও সামছুল আলম সূর্য। সভায় বক্তারা বলেন, আজ সারাদেশের ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের ক্যাডারা নৈরাজ্য করে শিক্ষা পরিবেশ নষ্ট করছে। আমাদের নেতার বিরোদ্ধে মিথ্যা মামলা দিয়ে আবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সরকারকে হিংসাক্তক রাজনীতি পরিহার করে গণতন্ত্রের পথে আসার আহবান করছি। অবিলম্বে তারেক জিয়ার মামালা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।