স্টাফ রিপোর্টার
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। গত সোমবার কেন্দ্রীয় ছাত্রদল ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিলো গতকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারের নেতৃত্বে গতকাল বিকেলে মিছিল বের করা হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপির সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফয়সাল গাজী বাহার। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসানাত, জিয়াউল মাওলা কচিসহ জেলা, উপজেলা, কলেজ ও ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।