শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার
গতকাল মঙ্গলবার সকালে সিয়াম মোসত্দান ফজর নামাজ পড়ে বাসায় গিয়ে মাকে বলে, ডিম ভাজা দিয়ে নাসত্দা খাবো। ডিম ভাজা না থাকলে নাসত্দা খাবো না বলে ঘর থেকে বের হয়ে যায়। বাড়ির পাশেই একটি বালুর মাঠে সিয়াম তার ক’জন বন্ধুসহ ক্রিকেট খেলছিলো। এর মধ্যে সকাল সাড়ে ৮টায় একজন বড় ভাই এসে তাদের বলে, মিছিলে যাবি, ১০০ টাকা পাবি। সিয়ামের খেলার সাথীরা জানায়, আমরা আর মিছিলে যাইনি। সিয়াম ঐ বড় ভাইয়ের সাথে চলে যায়। পরে ১১টার দিকে শুনি, সিয়াম পুলিশের গুলিতে মারা গেছে। এ কথাগুলো সাংবাদিকদের কাছে বলেই সিয়ামের বন্ধুরা কাঁদলো। এদিকে আল-আমিন মডেল মাদ্রাসা কর্তৃপৰ জানায়, সিয়াম কোনো রাজনীতি করতো না। তবে যুবদল নেতা রহমত মোসত্দানের বিল বোর্ডে সিয়ামের ছবি ছিলো। আর বিএনপির মিছিল মিটিংয়ে সে যেতো। ছাত্রশিবিরের সাথে জড়িত আছে কিনা এটা আমাদের জানা নেই।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।