মতলব উত্তর: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে সাইক্লোন শেল্টার স্থাপন অত্যন্ত জরুরী। এ গ্রামটি চারিদিকে ধনাগোদা নদী বেষ্টিত। বর্ষায় চারিদিকে পানিতে থৈ থৈ করে। বর্ষা ও বন্যার সময় এ গ্রামের মানুষ নিরাপত্তাহীনতায় বসবাস করে। গ্রামটি ইসলামাবাদ ইউনিয়নের ১ ও ২নং (দু’টি) ওয়ার্ড নিয়ে অবস্থিত। প্রায় অর্ধলক্ষাধিক জনসাধারণের বসবাস। এ গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। ভবনটি খুবই জরাজীর্ণ। যে কোন মুহুর্তে ধ্বসে পরে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জীবন নাশের আশঙ্কা। এই গ্রামে নেই বিদ্যুৎ, নেই পোস্ট অফিস, নেই একটি মাধ্যমিক বিদ্যালয়। বর্ষার সময় জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। তিতারকান্দি গ্রামের দুটি ওয়ার্ডের রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু বর্ষা আসলেই রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। এলাকার মানুষ দীর্ঘ বছর যাবৎ একটি সাইক্লোন শেল্টার স্থাপনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের বরাবরে দাবি জানিয়ে আসলেও, দাবি আজও পূরণ হয়নি। জনগুরুত্বপূর্ণ এই গ্রামটিতে অচিরেই একটি সাইক্লোন শেল্টার স্থাপন করা অত্যন্ত জরুরী। এই সাইক্লোন শেল্টারটি এ এলাকায় স্থাপন হলে, বন্যা ও দুর্যোগ সময়ে এ এলাকার মানুষ আশ্রয় নিতে পারবে।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।