আদালত প্রতিনিধি-
চাঁদপুরের কচুয়া থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় দুই সপ্তাহের আগাম জামিন পেলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বুধবার বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট এসএম মুনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পাশাপাশি একই আদালত ঐ তিন মামলায় মিলনের অনুসারি ১৬৭জন বিএনপি নেতাকর্মীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
গত ১৯ সেপ্টেম্বর চাঁদপুরের কচুয়া থানায় বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ এনে এই তিনটি মামলা দায়ের করা হয়।
এদিকে মিলনের সাথে জামিন নিতে আসলে হাইকোর্টের ফটক থেকে তার সমর্থক আওলাদ, কবির, রফিক, ইয়াসিনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।