নাটোরের বড়াইগ্রাম উপজেলার মুনপীরিত গ্রামে নাজমুল হুসাইন (৩২) নামের এক বাবা তাঁর তিন মাসের মেয়েকে কামড়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নুসরাত রুকাইয়া। বাবা নাজমুল পেশায় কাঠমিস্ত্রি। তাঁর একটি আসবাব বিক্রির দোকান রয়েছে।
নাজমুলের দাবি, ছোট মেয়েকে বাড়ির পাশের ঝোপের মধ্যে নিয়ে হত্যা করলে অনেক টাকা পাবেন বলে তিনি স্বপ্নে নির্দেশ পেয়েছেন। ওই টাকা পেতে তিনি মেয়েকে হত্যা করেছেন।
নাজমুলের স্ত্রী মঞ্জুয়ারা বেগমের ভাষ্য, নাজমুল স্বাভাবিক জীবন যাপন করে আসছিলেন। কিছুদিন ধরে তিনি গভীর রাতে ঘুম থেকে উঠে বিড়বিড় করে কথা বলতেন, বাড়ির বাইরে চলে যেতেন। গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়ার পর দুই মেয়ে ইভা ও রুকাইয়াকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। আজ ভোর পাঁচটার দিকে হঠাৎ নাজমুল ছোট মেয়ে রুকাইয়াকে কোলে নিয়ে বাড়ির বাইরে যান। এতে তাঁর মনে কোনো সন্দেহ দেখা দেয়নি। বরং বিষয়টি স্বাভাবিক মনে হয়েছে। এভাবে এক ঘণ্টার বেশি সময় কেটে যাওয়ার পর নাজমুল ফিরে না এলে তিনি খুঁজতে বের হন। বাড়ি থেকে কয়েক শ গজ দূরে একটি ঝোপের পাশে তিনি রুকাইয়ার রক্তাক্ত মরদেহ আবিষ্কার করেন।