তুরস্কে আবারও আঘাত হানল ভূমিকম্প। আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, আজ তুরস্কের হাতায় প্রদেশে মাটির ২ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয় বলে জানিয়েছেন ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। ভূমিকম্পটি তুরস্কের ডেফনে শহরে স্থানীয় সময় ৮টা ৪ মিনিটে আঘাত হানে। এটি দেশটির আন্তাকা ও আদানা শহরেও অনুভূত হয়।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ হাজারের কাছাকাছি মানুষ মারা গেছে। এতে মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়া কয়েক বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।