চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার ১১ জুন বিকেলে চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
একাডেমির সভাপতি নূরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিকের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অরবিন্দ চক্রবর্তী, আহমেদ শিপলু ও স্বপঞ্জয় চৌধুরী।
বক্তব্য রাখেন চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি, বরেণ্য গিটারিস্ট দিলীপ কুমার ঘোষ, লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপমহাপরিচালক দুখাই মুহাম্মাদ, পরিচালক শিউলী মজুমদার ও সহকারী পরিচালক ফেরারী প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক জান্নাতুল ফেরদাউস সুপ্ত, অতিরিক্ত উপপরিচালক আবদুল বারেক খান, সচিব রিমি মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয় পরিচালক নাজুমল ইসলাম, আর্কাইভ ও নথি ব্যবস্থাপনা পরিচালক আল আমিন সানি, অর্থ অডিটর আমিন উদ্দিন, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, শিল্প-সংস্কৃতি বিষয়ক পরিচালক কাকলী চক্রবতী, শিক্ষা ও সমাজ কল্যাণ পরিচালক আবদুর রাকিব, তথ্য পচিালক জান্নাতুল মাওয়া, নির্বাহী সদস্য শ্রাবণী মীম, জুয়েল তপাদার ও পূজা।
বই উপহার কর্মসূচি পালন এবং উন্মুক্ত পরিবেশে আড্ডা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/