চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডীতে তেঁতুলতলা ইমাম হাসান রাসেল গাজীর বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে ১টি বাড়ি। শত যুবকের আপ্রাণ চেষ্টায় বেঁচে গেলো প্রায় ৫০ লাখ টাকার সম্পদ। গতকাল দুপুরে জোহরের নামাজের পর মসজিদের মাইকে গাজী বাড়িতে আগুন লেগেছে খবর শুনে ঐ এলাকার শ শ যুবক বালতি ভর্তি পানি এনে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এ ব্যাপারে রাসেল গাজী সাংবাদিকদের জানান, আমার মা আজ কয়েকদিন যাবৎ ঢাকা চিকিৎসাধীন। আর এ ছাড়া আমরা বাড়িতে কেউ থাকি না। শুধুমাত্র আমার চাচাতো ভাই থাকেন। আমরা তার মাধ্যমে খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিস অফিসে খবর দেই। তারা সাথে সাথে খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগে এলাকার যুবকরা এসে আগুন নিভিয়ে ফেলে। কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে রাসেল গাজীর চাচাতো ভাই মজিবুর রহমান গাজী জানান, আমরা দুপুরে ঘরে ভাত খাওয়ার সময় হঠাৎ দেখি বিল্ডিংয়ের ২য় তলায় থাকা মুরগির ফার্মে আগুন জ্বলছে। আমাদের চিৎকারে এলাকাবাসী ও মসজিদের মাইকের আওয়াজ শুনে লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুরগির খামারে থাকা খড় ও নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলো আগুনে পুড়ে যায়। এলাকার মানুষ সময় মতো না আসলে আজ আমাদের পুরো বাড়ি আগুনে জ্বলে যেতো। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আগুন নিয়ন্ত্রণের শেষ পর্যায়ে আসে দমকল বাহিনী। এ বাহিনীর নেতৃত্বে ছিলেন চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফরিদ আহমদসহ তার সঙ্গীরা।