মিজান লিটন ॥
তৈল-গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধীর দাবীতে জেলা গণফোরামের মানবন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল বিকেলে শহরের শপথ চত্ত্বর মোড়ে জেলা গণফোরামের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। সংগঠনের সহ-সভাপতি খোকন পোদ্দারের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি এড. সেলিম আকবর।
তিনি বলেন, বর্তমান সরকার তৈল-গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য উচ্চ হারে বৃদ্ধি করতে যাচ্ছে। এতে করে দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মুখীন হবে। দেশের সাধারণ জনগণ এ ক্ষতি পুছিয়ে উঠতে পারবে না। বিদ্যুতের দাম বাড়লে কৃষকদের শেচ কার্যক্রম বন্ধের উপক্রম হবে। খেটে খাওয়া মানুষদের না খেয়ে দিনাতিপাত করতে হবে। তাই এ সকল দ্রব্যের মূল্য না বাড়িয়ে বর্তমান স্থানেই রাখা হোক।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুব গণফোরামের সাধারণ সম্পাদক হাজী বাবু, সাংগঠনিক সম্পাদক আজাদ, সহ-সভাপতি রঞ্জিত বাবু, অর্থ সম্পাদক বাশু দেব মজুমদার, শহর শাখার সভাপতি রুহুল আমিন হাওলাদার, শ্রমীক গণফোরামের সাধারণ সম্পাদক শহীদ বকাউল প্রমুখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।