মনিরুজ্জামান বাবলু
দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বাংলাদেশী এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় সালাউদ্দিন বাবু দোকান বন্ধ করার সময় দুবৃর্ত্তদের কবলে পড়ে। পরে হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুর মামা স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক জাকির হোসেন সাঈদ জানান, ফরিদগঞ্জ বগবন্ধু ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র সালাউদ্দিন বাবু (২৩)। তিনি গত দু‘বছর আগে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে তিনি ভগ্নিপতির সঙ্গে থেকে ব্যবসা করতেন।
এদিকে, আফ্রিকা থেকে বাবুর মৃত্যুর খবর পাওয়ার পর, গ্রামের বাড়ি ফরিদগঞ্জে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নার রোল পড়েছে পরিবার সদস্যদের মাঝে।
৪ ভাই-বোনের মধ্যে নিহত বাবু দ্বিতীয় ছিলেন। তার বাবার নাম মোস্তফা চৌধুরী, মা ছালেহা বেগম।
এখন সরকারের কাছে স্বজনদের দাবি দ্রুত সময়ের মধ্যে যেনো নিহতের লাশ দেশে আনার ব্যবস্থা করা হয়।