স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ ইচলী গ্রামে অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে ৫জন ঝুঁকিপূর্ণ দরিদ্রের মাঝে ৫হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকাল ৩টায় ইচলী গ্রামের মান্নান গাজী বাড়ীতে এ অর্থ প্রদান করেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফ জেলা ব্যবস্থাপক রহুল আমিন খন্দকার, ক্লাষ্টার কর্মকর্তা আরিফুল ইসলাম, দক্ষিণ ইচলী সমিতির সভাপতি ইয়াছমিন বেগম, চাপিলা সমিতির যুব সদস্য মো. মাসুদ খানসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। জেলা ব্যবস্থাপক উপস্থিত সমিতির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, আমাদের এ উন্নয়নমূলক কাজ ২০০০ সাল থেকে শুরু হয়। বর্তমানে ২১ জেলায় চালু রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো ঝুঁকিপূর্ণ দরিদ্রদের মাঝে বিতরণকৃত টাকা তাদের মাঝে উন্নয়নের জন্য রাখা। আপনাদের প্রচেষ্টা থাকলে সরকারের এই উদ্দেশ্য সফল বাস্তবায়ন হবে।