প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবার দক্ষিণ রাজাপুরের বেপারি বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢুকে, ঘরে থাকা সবাইকে বেঁধে ঘরের জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত আড়াইটায়।
অভিযোগের ভিত্তিতে দক্ষিণ রাজাপুর চরের পাড়ের আলহাজ্ব মোঃ হাফেজ খানের বাড়িতে গিয়ে দেখা যায়, দুর্বৃত্তদের অত্যাচারের দৃশ্য। এ সময় আলহাজ্ব মোঃ হাফেজ খান জানান, রাত আনুমানিক আড়াইটায় ৫/৭ জন দুর্বৃত্ত ঘরের ভেতর ঢুকে আমাকে আমার স্ত্রী রেজিয়া খাতুন ও মেয়ে পান্নাকে কাপড় দিয়ে মুখ এবং হাত পা বেঁধে পেলে। তারা এক এক করে ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে। এ সময় ঘরে থাকা ২টি লাইট, ১টি মোবাইল ১টা কম্বল এবং ছেলে বিদেশ যাওয়ার ৫০ হাজার টাকাসহ কিছু দামি কাপড় নিয়ে যায়। এ সময় তারা বার বার আমার ছেলে মোহাম্মদকে খোঁজ করে এবং বলে তোর ছেলে মোহাম্মদ খুব নীতিবান কথা বলে। তাকে আমরা খুন করে ফেলবো।
হাজী মোঃ হাফেজ খান বলেন, এলাকার একটি প্রভাবশালী মহল আমাদের সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র করছে। এ নিয়ে তাদের সাথে আমার ছেলের কথা কাটাকাটি হয়। ওই মহলটি পূর্বে আমাকে এ বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়ারও হুমকি দিয়েছে। দুর্বৃত্তরা যাওয়ার সময় বিভিন্ন কথা বলে হুমকি-ধমকি দিয়ে যায়। দুর্বৃত্তরা মুখোশ পরা ছিলো এবং হাতে দেশীয় অস্ত্র ছিলো।